প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, স্টামফোর্ড কলেজ

দক্ষিণ বাংলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী মরহুম প্রফেসর ড.এম.এ. হান্নান ফিরোজ, ঝালকাঠী জেলাধীন রাজাপুর উপজেলার বড়াইয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৬ সালের ১লা অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ব্যবস্থাপনা বিষয়ে সম্মান এবং মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অতঃপর লন্ডন থেকে পিএইচডি এবং হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দেশের সেবায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে “We Bring Out The Best in You” এই  স্লোগান নিয়ে এবং স্বল্প খরচে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য ১৯৯৫ সালে ঢাকা শহরের অভিজাত এলাকা ধানমন্ডিতে “স্টামফোর্ড কলেজ” প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ মানুষের কথা বিবেচনা করে স্বল্প খরচে শিক্ষা প্রদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ফ্রি ও মেধাবৃত্তির ব্যবস্থা করেন। ফলে, তার গড়া এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন অঙ্গনে সেবাদান করছে এবং স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। স্টামফোর্ড কলেজের পাশাপাশি তিনি “স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং স্টামফোর্ড স্কুল” প্রতিষ্ঠা করেন। যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলো যুগোপযোগী শিক্ষা বিস্তারে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। বরণ্যে এই শিক্ষাবিদ ২০১৭ সালের ২৯ অক্টোবর মৃত্যু বরণ করেন।

শিক্ষা বিস্তারে এই মহান কর্মবীরের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করবে। স্টামফোর্ড পরিবারের পক্ষ থেকে এই গুণিজনকে বিনম্র শদ্ধা জ্ঞাপন করছি। পরিশেষে স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

© All rights reserved © 2023  KureghorIT
Design & Developed BY ThemesBazar.Com