মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যখন নাজুক তখন মেধার সর্বোত্তম বিকাশ–এর অঙ্গীকার নিয়ে ১৯৯৫ সালে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির নিরিবিলি ও রাজনীতিমুক্ত পরিবেশে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা স্টামফোর্ড ট্রাস্ট এর মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী প্রফেসর ড. এম.এ. হান্নান ফিরোজ।
স্টামফোর্ড কলেজটি বাংলাদেশের প্রথম শ্রেণির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান করা হয়। দক্ষ, অভিজ্ঞ ও সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত সুযোগ্য শিক্ষক–শিক্ষিকা দ্বারা পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখছে।