স্টামফোর্ড কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে!!! নূন্যতম জিপিএ: বিজ্ঞান বিভাগ- ৩.০০, ব্যবসায় শিক্ষা বিভাগ- ২.০, মানবিক বিভাগ- ২.০০। জিপিএ-৫ প্রাপ্তদের ভর্তি সম্পূর্ণ ফ্রী এবং মেয়েদের ভর্তিতে ২০% ছাড়। স্টামফোর্ড কলেজে ভর্তি হতে অনলাইনে স্টামফোর্ড কলেজকে (107973) ১ম পছন্দ হিসেবে সিলেক্ট করে আবেদন করতে হবে অথবা কলেজের হেল্পডেস্ক হতে অনলাইনে আবেদনসহ সরাসরি ভর্তি সংক্রান্ত সকল কাজে সহযোগিতা করা হয়।
ভর্তির নিয়মাবলি
ক) এ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র–ছাত্রী ভর্তি করা হয়।
ভর্তির নূন্যতম যোগ্যতাঃ- বিজ্ঞানঃ ৩.০০ ব্যবসায় শিক্ষাঃ ২.০০ মানবিকঃ ২.০০
খ) ভর্তি ফিঃ
- সরকার নির্ধারিত ভর্তি ফিঃ ৭৫০০/- টাকা। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ
- মেয়েদের ভর্তিতে ২০% ছাড়ে ৬০০০/- টাকা
- জি পি এ – ৫.০০ প্রাপ্তদের ভর্তি ফি ফ্রী ও অন্যান্য ফী অপরিবর্তিত থাকবে।
গ) মাসিক টিউশন ফিঃ
- বিজ্ঞান – ১৬০০/-
- ব্যবসায় শিক্ষা- ১৫০০/-
- মানবিক- ১৪০০/-
ঘ) কলেজের হেল্পডেস্ক হতে অনলাইনে আবেদনসহ সরাসরি ভর্তি সংক্রান্ত সকল কাজে সহযোগিতা করা হয়।
ভর্তির সময় নিম্নলিখিত প্রমাণাদি দাখিল করতে হয়
- এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- এসএসসি’র প্রশংসাপত্রের ফটোকপি।
- এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের ফটোকপি।
- সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
- অভিভাবকের ছবিসহ পূরণকৃত (কলেজ হতে সরবরাহকৃত) ফরম।
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- শিক্ষার্থীর (অনলাইন) জন্ম নিবন্ধনের ফটোকপি।