বিকাশে টিউশন ফি পরিশোধ করতে নিম্নলিখিত ধাপ অনুসরন করতে হবে:
ধাপ-১: ডায়াল *২৪৭# ধাপ-২: “Payment” অপশন সিলেক্ট করুন।
ধাপ-৩: আমাদের কলেজের বিকাশ নাম্বারটি লিখুন “017 3379 5758”
ধাপ-৪: টাকার পরিমান লিখুন।
ধাপ-৫: রেফারেন্স হিসেবে শিক্ষার্থীর ”কলেজ রোল নাম্বার” লিখুন।
ধাপ-৬: কাউন্টার নাম্বার ”1” লিখুন।
ধাপ-৭: আপনার পিন নাম্বার লিখুন।
কেউ বিকাশ অ্যাপ দিয়ে টিউশন ফি পরিশোধ করেতে চাইলে, নিম্নলিখিত ধাপগুলো অনুসরন করতে হবে:
ধাপ-১: ”পেমেন্ট“ অপশন সিলেক্ট করুন।
ধাপ-২: আমাদের কলেজের বিকাশ নাম্বার (017 3379 5758) লিখুন অথবা QR কোডটি স্কেন করুন।
ধাপ-৩: টাকার পরিমান লিখুন।
ধাপ-৪: রেফারেন্স হিসেবে শিক্ষার্থীর ”কলেজ রোল নাম্বার” লিখুন।
ধাপ-৫: আপনার পিন নাম্বার লিখুন।
বিঃদ্রঃ বিকাশে পেমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন এই নাম্বারে 01714-072475 (ফয়েজ উল্লাহ্ স্যার)।
বিকাশ অ্যাপের মাধ্যমে পে করা সহজ। বিকাশ অ্যাপটি Play Store থেকে ইন্সটল করে নিতে পারবে।
